Kotodin Dekhini Tomay

Kotodin Dekhini Tomay Lyrics

Sobai Shukhi Hote Chay  by Polash ft. Rizia Parvin

Song  ·  4:21  ·  Bengali

© 2016 Soundtek

Kotodin Dekhini Tomay Lyrics

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায...

Lyrics powered by www.musixmatch.com


More from Sobai Shukhi Hote Chay

Loading

You Might Like

Loading


4m 21s  ·  Bengali

© 2016 Soundtek

FAQs for Kotodin Dekhini Tomay