Play
Salman Habib
ফুরিয়ে গেল অলকানন্দা বিকেল
চোখের জলের যত্ন নিও
যেতে চাইলেই কাউকে যেতে দিতে নেই
আমি মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ
শুধু বন্ধুরা নাই
সঙ্গহীনতায় নিঃসঙ্গ অনুভব
যেভাবে নদীর নাম হলো জাদুকা টা
তুমি বরং ভালোই থেকো
শুধু তুমিই আসো না
আমার ভেতর আমিই ঝরে যাচ্ছি রোজ
আমাকে খুঁজে পাবে এই রূপসী বাংলায়